নাইম তালুকদার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের ৫টি আসনের বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন ঝাচাই-বাছাই শেষ হয়েছে। জেলার ৫টি আসনের ১১জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ৪জন।
যাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে তারা হলেন, সুনামগঞ্জ-১ একেএম ওহিদুল ইসলাম কবির(জাসদ) আমান উল্লাহ আমান(জাকেরপার্টি) কামরুজ্জামান কামরুল(বিএনপি), সুনামগঞ্জ-২ আসনে রুহুল আমিন(জাপা), সুনামগঞ্জ-৩ আসন রফিকুল ইসলাম খসরু(স্বতন্ত্র), আব্দুছ সাত্তার(বিএনপি), আশরাফুল হক সুমন (বিএনপি), সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ), সুনামগঞ্জ ৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন(বিএনপি), রাজু আহমদ (স্বতন্ত্র)।
এছাড়া সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের মনোয়নের বিষয়টি ব্যাংক লেনদেনের জঠিলতার কারণে আজ রোববার বিকেলে চুড়ান্ত সিদ্বান্ত নেয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন।
জেলা রিটানিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করেন।