৩ দিন চা ছাড়া কিছুই খাননি আতিয়া মহলের ভিতরে থাকা বৃদ্ধা জোসনা

সিলেট প্রতিনিধি- সিলেটের শিববাড়ির আতিয়া মহল থেকে জোসনা রানী নামে পক্ষাঘাতগ্রস্তএকজন বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি আতিয়া মহলের প্রথম অংশের চতুর্থ তলা থেকে তাকে উদ্ধার করেন সেনাবাহিনীর কমান্ডো সদস্যরা।
উদ্ধারে কমান্ডোরা
জোসনা রানী (৭০) ছেলে সুরঞ্জিত ঘোষ ও ছেলের বউয়ের সঙ্গে ওই ফ্লাটে বসবাস করতেন। উদ্ধারের পর অসুস্থ থাকায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে ৭৯ জনকে উদ্ধার করা হলো আতিয়া মহল থেকে। শনিবার রাত পর্যন্ত ওই বাড়ি থেকে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছিল।
জোসনা রাণী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার থেকে চা ছাড়া আর কিছুই খাননি তিনি। জোসনা রাণী তার ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। ছেলে ও ছেলের বউ বেড়াতে যাওয়ায় ফ্ল্যাটে তিনি একা ছিলেন।
জোসনা রানীর ছেলে সুরঞ্জিত ঘোষ জানান, বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ায় ফ্লাটে তার মা একা ছিলেন। কিন্তু পরদিন থেকে অভিযান শুরু হওয়ায় তারা আর ফ্লাটে ঢুকতে পারেননি। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রাখায় ভয়ে মায়ের অবস্থান বিষয়ে কাউকে বলতেও সাহস পাইনি।
পরে শনিবার বন্ধু ইকবালকে ফ্লাটে মায়ের অবস্থানের বিষয়টি জানালে, তিনি রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসাকে অবহিত করলে রোববার সকালে সেনাবাহীনির একটি দল জোসনা রানীকে ওই ভবন থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানী হাসপাতালে জোসনা রাণীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তার জানান, জোসনা রাণী আশঙ্কামুক্ত। তবে দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। তার শরীরে গ্লুকোজ কমে গেছে। তাকে কয়েকটা পরীক্ষা করানো হচ্ছে।
এদিকে, তৃতীয় দিনের মতো সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি আতিয়া মহলে চলছে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’। হুমায়ুন রশীদ চত্বর থেকে শিববাড়ি পর্যন্ত এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারার মধ্যে সকালে অপারেশন শুরু হয়। স্থানীয়রা জানান, সকাল ১০টা থেকে ১২টার মধ্যে আতিয়া মহল থেকে ৩টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করায় লক্ষাধিক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, আতিয়া মহলে অভিযান অব্যাহত রয়েছে। আতিয়া মহল ঘিরে এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *