চুনারুঘাটে বিভিন্ন প্রজাতির প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মীর জুবায়ের আলম, হবিগঞ্জ:
সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলা প্রাণীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতা প্রাণীসম্পদ অধিদপ্তর কতৃক চুনারুঘাট উপজেলা পর্যায়ে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১আয়োজন করা হয়।

আজ সকাল ১১.০০ঘটিকায় ডিসিপি উচ্চ বিদ্যালয়ের মাঠে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সত্যজিৎ রায় দাশের সভাপতিত্বে চুনারুঘাট প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার জয়ন্ত বনিক সঞ্চালনয় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি । স্বাগতম বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার এ জেড এম ওয়াহিদুল আলম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লষ্কর।বিশেষ অতিথি চুনারুঘাট উপজেলা ভাইস চেয়াম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার।এতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক খামারী তাদের গরু, ছাগল ও মহিষ,কবুতর, পাখি রাজাহাঁস ,ট্রাকি মোরগ,খরগোশ, ময়না পাখি সহ বিভিন্ন প্রজাতি প্রাণী প্রদর্শন করেন।

বর্তমান সরকারের এ আয়োজন কে স্বাগতম জানিয়েছে উপজেলা সর্বস্তরে জনসাধারণ। চুনারুঘাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এ জেড এম ওয়াহিদুল আলম বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিকতা পশুপাখি পালনে উদ্বুদ্ধ হয়ে নিজেকে স্বাবলম্বী হতে পারে সেজন্য আয়োজন টি সারা বাংলাদেশে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *