স্টাফ রিপোর্টার, বাংলার দর্পন – মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাতি ও ঘোড়ার টমটম গাড়ি নিয়ে বর্ণাট্য র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (২৬ মার্চ) দুপুর ৩ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে এ বর্ণাট্য র্যালি শুরু হবে। র্যালিতে যোগ দেয়ার জন্য ইতোমধ্যেই নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, বিএনপি কার্যালয়ের সামনে হাতি, ঘোড়ার টমটম গাড়ি সাজিয়ে আনা হয়েছে। একই সাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একধরনের উৎসবমুখর ভাব সৃষ্টি হয়েছে।
এ সময় কার্যালয়ের সামনে থাকা কয়েকজন বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতা দিবসে বিএনপির র্যালিটা যে বর্ণাট্য এবং আকর্ষণীয় হয় তার জন্যই এই ব্যতিক্রমি আয়োজন।
বিএনপির এক নেতা বলেন, স্বাধীনতা দিবসে ভিন্ন ধর্মী আয়োজনের জন্যই হাতি আর ঘোড়ার গাড়ি সাজিয়ে আনা হয়েছে। এগুলো বর্ণাট্য র্যালির সামনে থাকবে।
বিএনপির এই ব্যতিক্রমী স্বাধীনতা দিবসের আয়োজনে রাজধানীর প্রতিটি ওয়ার্ড এবং থানাসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নিবে বলেও জানা গেছে।
হাতি ও ঘোড়ার গাড়ি সাজিয়ে প্রস্তুত বিএনপি
