শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনে ৩৮জন প্রার্থীর মধ্য মনোনয়নপত্র বাছাই শেষে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের উপস্হিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্র জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদর মধ্যে রয়েছে, দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের বিএম নজরুল ইসলাম, জনতা ব্যাংকের ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিশ্বজিত সাধু, ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে স্বতন্ত্র প্রার্থী এস.এম মুজিবুর রহমান, ফরম অনুসারে এক শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম এবং মনোনয়নপত্রের তথ্য অসম্পন্ন থাকায় ন্যাপের মো. হায়দার আলী’র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে বাকী ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্রের সাথে জে.এস.ডি মনোনীতপ্রার্থী আফসার আলী ২০০টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বাকী ১০ প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে।
এছাড়া সাতক্ষীরা-৩ আসন চারজন প্রার্থীর সবারই কাগজ পত্র সঠিক থাকায় কারও মনোনয়নপত্র বাতিল করা হয়নি।
অপরদিকে, সাতক্ষীরা-৪ আসনে স্বতন্ত্রপ্রার্থী খলিলুর রহমানের এক শতাংশ ভোটারর স্বাক্ষর দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বাকী আট জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে।