পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ২১ তম বর্ষপূর্তি উদযাপন |বাংলারদর্পন

মোশারফ হোসেন :

জেলার রামগড়ে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির ২১ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর আয়োজনে রবিবার সকাল ৯টায় একটি বণার্ঢ্য র‌্যালি উপজেলা প্রশাসন সংলগ্ন বিজিবি ভাষ্কার্য থেকে শুরু হয়ে রামগড় পৌরসভা এলাকা প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শান্তিচুক্তির প্রদর্শনিতে অংশ গ্রহন করে।

 

দিবসটি উদযাপনের লক্ষে শান্তি র‌্যালি, শান্তিচুক্তি প্রদর্শনি, স্কুল শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা ও জোন আওতাধীন এলাকার গরীব অসহায়দের মাঝে শীতবস্থ বিতরণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর জোন কমান্ডার লে. কর্ণেল তারিকুল হাকিম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। এ ছাড়া বিজিবি পদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *