মো. নাইম তালুকদার :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর চিতলা ঢেউখালী হাওর রক্ষা বেরিবাঁধ কাটায় জড়িত ব্যক্তিদের আইনীভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয় পাথারিয়া বাজারে গাজীনগর গ্রামবাসীর উদ্যোগে গাজীনগর গ্রামের জামিল আহমদের সভাপতিত্বে ও জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া,গাজীনগর গ্রামের সমাজসেবক সাবেক ইউপি সদস্য আব্দুল হক,বাতির আলী, নুরুল হক, সামছুল আলম,ইউপি সদস্য আক্কাছ মিয়া,পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, সমাজসেবক মুজাহিদ উদ্দিন রিয়াজ,আবুল ফয়েজ,কিবরিয়া,ছুরত মিয়া,আঙ্গুর মিয়া,ময়না মিয়া,জিয়া উদ্দিন,হুমায়ুুুুন কবীর,রাকীব আলী,আক্তার হোসেন,লুৎফুর রহমান,আকবর আলী প্রমুখ। সভায় বক্তারা গাজীনগর চিতলা ঢেউখালী হাওর রক্ষা বেরিবাঁধ কাটায় জড়িত ব্যক্তিদের আইনীভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং গাজীনগর গ্রামের গোলাম কিবরিয়া,আব্দুল হক,রাকিব আলী ও ছুরত আলীর বিরুদ্ধে কয়েকদিন আগে স্থানীয় কয়েকটি পত্রিকায় পাথারিয়া ভাটিপাড়া নৌকাঘাট ইজাদারদের কাছে চাঁদাবাজীর অভিযোগ করে সংবাদ প্রকাশ মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, বিগত বেরিবাঁধের কাজ চলাকালীন সময়ে সরকারী কোন বরাদ্দ না পেয়ে গাজীনগর গ্রামবাসীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এলাকার প্রায় ৫ হাজার একর ভূমি রক্ষার জন্য ৬ কিলোমিটার চিতলা ঢেউখালী হাওর রক্ষা বেরিবাঁধ নির্মাণ করা হয়। বিগত কিছুদিন আগে উপজেলার পাথারিয়া ভাটিপাড়া নৌকাঘাট ইজারা না এনে খাস কালেকশনে আনেন পাথারিয়া গ্রামের ওয়ারিদ উল্ল্যাহর ছেলে রফিক মিয়া,সুজাত মিয়ার ছেলে রাজ্জাক মিয়া,সোনা মিয়ার ছেলে স্বাধীন,সুনাই উল্লাহর ছেলে মোশাহিদ আলী ও তালুকগাঁও গ্রামের নরেশ দাশের ছেলে নিহার রঞ্জন দাশ।
তারা খাসকালেকশনে উক্ত ঘাট আনার পর কাঠানদী দিয়ে নৌকা চলাচল না করিয়ে গাজীনগর চিতলা ঢেউখালী হাওর রক্ষা বেরিবাঁধ কেটে এই দিকে নৌকা চলাচলের রাস্তা করায় গাজীনগর গ্রামবাসী প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ করে ইজারাদাররা। মানববন্ধনে অংশগ্রহন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গাজীনগর গ্রামের হাজার ও জনতা এবং উক্ত হাওররক্ষা বাঁধ পূর্ণ সংস্কারের দাবী জানান মানববন্ধনকারীরা। এছাড়া বিগত ০৪ জুলাই হাওর রক্ষা বেরিবাঁধ ভেঙ্গে অবৈধ নৌকা চলাচলের রাস্তা তৈরি করার বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন গাজীনগর গ্রামবাসী। এব্যাপারে ইজারাদার রফিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান: আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা আমরা এই বেরিবাঁধ কাটি নাই,নৌকা আমরা এদিকে আনিনা।