তাহিরপুরে সাত ইউনিয়নে সাড়ে ৪ শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্ট:
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান,সংরক্ষিত ওয়ার্ডের মহিলা, সাধারন সদস্য পদে সাড়ে ৪ শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার দিনভর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সপ্তমধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্ধন্ধি প্রার্থীরা তাদের নিজ নিজ মনোয়ন পত্র দাখিল করেন।
বুধবার রাতে উপজেলা নির্বাচন অফিসার তাহিরপুর মোহাম্মদ মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ওয়ার্ডে ১৪, সাধারন ওয়ার্ডে ৪৯, বালিজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত ওয়ার্ডে ১৫, সাধারন ওয়ার্ডে ৩৫, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত ওয়ার্ডে ১৫, সাধারন ওয়ার্ডে ৫১, বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১৫,সাধারন ওয়ার্ডে ৪২,বড়দল উওর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯, সংরক্ষিত ওয়ার্ডে ১৩, সাধারন ওয়ার্ডে ৫১, শ্রীপুর উওর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭,সংরক্ষিত ওয়ার্ডে, ১৫,সাধারন ওয়ার্ডে ৪০, বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ ,সংরক্ষিত ওয়ার্ডে ১৩, সাধারন ওয়ার্ডে ৩৪ জন সদস্য প্রার্থী সহ সাড়ে ৪ শতাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

সপ্তম ধাপে সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলার সাত ইউনিয়নের শাসকদল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলেও দলের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহীরা কৌশল পাল্টে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একাধিক বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন তেমনি ওইসব ইউনিয়নে বিএনপি- জামায়াত সমর্থীত একাধিক প্রার্থী দলীয় প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ না হলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সব কিছু মিলিয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাওর ও সীমান্তঘেষা তাহিরপুরে সাত ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থীরা নৌকা প্রতীকে, বিদ্রোহী,স্বতন্ত্র সহ নতুন, পুরনো মুখ মিলিয়ে চেয়ারম্যান পদে ৪৮ জন, ২১ সংরক্ষিত ওয়ার্ডে ১০০ মহিলা সদস্য প্রার্থী, ৬৩ সাধারন ওয়ার্ডে সদস্য পদে ৩০২ জন প্রার্থী সহ ৪৫০ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করলেন।

উল্ল্যেখ্য ,ইসি ঘোষিত তফসিল অনুযায়ী,প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল বুধবার ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি।

ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জের তাহিরপুরের ৭টি ইউনিয়ন পরিষদসহ সারাদেশে ১৩৮টি ইউপিতে আগামী ৭ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *