ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক

বাংলার দর্পণ ডেস্ক : প্রকাশ- ৩০ নভেম্বর১৬।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। গত সপ্তাহে তফসিলি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
এতে হিসাবের স্থিতি, লেনদেনের সার্বিক তথ্য চাওয়া হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে চিঠি দিয়ে ড. ইউনূস ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ড. মুহাম্মদ ইউনূস ও তার স্ত্রী আফরোজী ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
চিঠিতে গ্রামীণ ব্যাংকের নামে পরিচালিত এফডিআর, মেয়াদি আমানত, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ বিতরণের তথ্য, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার, ভল্ট এবং সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য পাঠাতে বলা হয়েছে।
একই সঙ্গে ট্যাক্স রিটার্নের সঙ্গে আয়-ব্যয়ের মিল আছে কিনা—তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
Related News

বঙ্গবন্ধু শিল্পনগরের জন্য ৪ হাজার ৩৪৭ কোটি টাকা অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মীরসরাইয়ে অর্থনৈতিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী (বিএসএমএসএন)’র দুটি ব্লকে প্রায়Read More

যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইল শুরু ১২ ফেব্রুয়ারি থেকে | বাংলারদর্পণ
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রে অন্যান্য বছরের তুলনায় এবার ট্যাক্স ফাইল দেরিতে শুরু হচ্ছে।Read More