ফেনী প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বুধবার বিকালে কামাল অাতাতুর্ক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যৌথসভা অনুৃষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, মহাজোট নেত্রী জাতীর পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ছুটে চলছে অভিরাম। এ ধারা অব্যহত রাখতে এবং ফেনীর উন্নয়নে সকলের সহযোগীতা প্রয়োজন। 
দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, জেলা জাতিয় পার্টির সভাপতি নাজমা আক্তার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।