
হাইকোর্ট প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের সাফল্যের পালকে আরো একটা সাফল্য যোগ হলো। কেন্দ্রীয় পর্যটন লীগের সভাপতি, প্রফেসর ড. আতিকুর রহমান খাঁন ও সাধারণ সম্পাদক, জুলফিকার আলী মাসুদের অভিযোগের প্রেক্ষিতে, হাইকোর্ট কক্সবাজার সমুদ্র সৈকতের ৫০% বীচ চেয়ার সাধারণ জনগন, বিশেষ করে গরীব ও মধ্যবিত্ত জনগনের জন্য উন্মুক্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই ৫০% শতাংশ চেয়ারকে লাল রং দ্বারা বিশেষভাবে চিহ্নিত করতে হবে যাতে ব্যাবহারকারীরা নির্ভয়ে সেগুলো ব্যাবহার করতে পারে। সৈকতের কিটকট চেয়ারগুলোর অযৌক্তিক ভাড়া কেনো অবৈধ ঘোষণা করা হবে না এ ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট। পর্যটন সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়র সহ সংশিল্ষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। উল্লেখ্য যে, এর আগেও পর্যটন লীগের কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদকের সহযোগিতায় সরকার টুরিস্ট পুলিশ গঠন করেন ও ডিজিটাল পাসপোর্টে পত্নতাত্বিক ছবির জলচাপ দেওয়ার ব্যাপারে সরকারকে সহযোগিতা করা সহ পর্যটনের উন্নয়নে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।