রামগড় উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করে মনোনয়ন জমা দিয়েছেন

মোশারফ হোসেন –

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় পদত্যাগ পত্র জমা দিয়ে বেলা সাড়ে ১২টার সময় খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের হাতে মনোনয়ন জমা দেন।

জানা গেছে, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পাওয়া তারই আপন চাচা ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সাজা স্থগিতের আবেদন আদালত কর্তৃক খারিজ হওয়ায় এ আসনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করার লক্ষ্যেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *