ফেনী প্রতিনিধি: ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান’র বিদায়ী সংবর্ধনা ও নতুন জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের বরণ অনুষ্ঠান মঙ্গলবার রাতে সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ফেনী শাখার উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, বিজিবি ৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল কামরুল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান), ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম সহ বিভিন্ন সরকারী বেসরকারী বিভাগের জেলা কর্মকর্তা, অধ্যক্ষ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গভীর রাত পর্যন্ত সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ডিবি কর্মকর্তা মঞ্জু, শান্তি দা, শিলা, এমিল ও মিথিলা।