ফেনী প্রতিনিধি :
সোনাগাজীতে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।

শনিবার বিকালে উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি।
ওলামাবাজারে এক পথসভায় বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মাসুদ চৌধুরী। তিনি বলেন, মহাজোটের সমর্থনে ২০১৮ সালে সোনাগাজী-দাগনভুঞার আ’লীগ নেতাকর্মী ও ভোটাররা আমাকে নির্বাচিত করেছিল।
আমি উন্নয়নের পাশাপাশি এলাকা শান্তিপুর্ন রাখার জন্য সর্বাত্বক চেষ্টা করেছি। অনেক উন্নয়ন হয়েছে, কয়েকটি মেঘা প্রকল্প চলমান আছে। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ দ্রুত বাস্তবায়ন হবে।
এরপর কাজীরহাট, জমাদার বাজার, ওলামাবাজার, সোনাগাজী পৌর এলাকা ও মতিগঞ্জ বাজারে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর মফিজুল হক, সহ সভাপতি এমএ মজিদ, সাখাওয়াতুল হক, জেলা পরিষদ সদস্য আবদুর রহিম মানিক, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিন বাহার, পৌর আ’লীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।