স্বতন্ত্র প্রার্থীকে এমপি বানানোর কারনে ক্ষমা চাইলেন নিজাম হাজারী

ফেনী :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরী পাঁচ বছর এমপি ছিলেন। এলাকার অনেক উন্নয়ন করেছেন, কারো কোন ক্ষতি করেন নি।

অন্যদলের হয়েও আ’লীগের নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন। তাই আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুদ চৌধুরীর সমর্থনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে এক স্বতন্ত্র প্রার্থীকে আওয়ামীলীগ মনে করে এমপি বানিয়েছিলাম, সে বিএনপি – জামাতের চেয়েও ভয়ঙ্কর। এর দায় আমার, আমার নির্দেশে আপনারা ভোট দিয়েছিলেন। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই।

সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন মাসুদ চৌধুরীর পক্ষে ঐক্যবদ্ধ, তাই কারো বিকল্প চিন্তা করার কোন অবকাশ নাই।


বৃহষ্পতিবার বিকালে সোনাগাজী জারা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আ’লীগের সকল স্তরের নেতাকর্মীর স্বস্তি। এর জন্য আওয়ামীলীগ নেতাকর্মীরা যেকোন ছাড় দিতে প্রস্তুত।
সভায় ফেনী-৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, অতীতের সাংসদরা মামলা-হামলার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন, অনেক আ’লীগ নেতাকর্মী খুন হয়েছে, পঙ্গু হয়েছে, নিঃস্ব হয়ে গেছে, এখনো অনেকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। সোনাগাজীতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুত কেন্দ্র, নৌ বন্দর, বীজ ভান্ডারসহ কয়েকটি মেঘা প্রকল্প নির্মাণাধীন। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য লাঙ্গল প্রতীকে আপনাদের সমর্থন চাই।


মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মফিজুল হকের সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, পৌর মেয়র ররফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুর রহিম মানিক, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান রাসেল প্রমুখ।
এসময় উপজেলার সকল জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *