ফেনী প্রতিনিধি :
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া উপজেলার ঘোপালে ১৭৪ বোতল বিদেশি মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঘোপাল তদন্ত কেন্দ্রের পুলিশ। তার নাম মেহেদি হাসান সেতু (২২)।
সে ঘোপাল ইউনিয়নের বাসিন্দা ও তালিকাভুক্ত মাদক সম্রাট জোবায়ের হাসান পারভেজ এর ছোট ভাই।
ঘোপাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) শিমুল কুমার জানান, বৃহষ্পতিবার সন্ধায় ঘোপালের সমিতি বাজারে একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে ১৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এসময় মাদক কারবারি পারভেজের ছোট ভাই মেহেদি হাসানকে আটক এবং মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক চোরাকারবারি জোবায়ের হাসান ওরফে পারভেজ ও তার ভাই ধৃত মেহেদি হাসানকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আরো দুজনের নাম শোনা যাচ্ছে, তদন্তে যাদের নাম আসবে তাদেরকে গ্রেপ্তার করা হবে।
