সোনাগাজী, ফেনী:
ফেনীর সোনাগাজীতে ভাইরাল হওয়া সেই অস্ত্রধারী যুবদল নেতাকে এলজিসহ গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। তার নাম মোহাম্মদ রাসেল(৩৫)।

সে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও পশ্চিম চর ছান্দিয়া গ্রামের সারেং বাড়ীর মফিজুর রহমানের ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার ভোরে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের সওদাগর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে একটি এলজি উদ্ধার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির তিনটি মামলা ফেনী আদালতে বিচারাধিন আছে।
এর আগে সে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে এই অস্ত্র নিয়ে পোষ্ট দিয়ে ভাইরাল হয়। যা ফেনী জেলায় আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ওই সময় তার ওই পোষ্টকে ঘিরে অনুসন্ধান চালিয়ে সত্যতা পায়। গ্রেফতার এড়াতে যুবদল নেতা রাসেল দীর্ঘদিন পলাতক ছিলেন।
সম্প্রতি বিএনপির ২৮অক্টোবর ঘিরে দেশব্যাপি নাশকতার অংশ হিসেবে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দিলে দাগি অস্ত্রধারী সন্ত্রাসিরা ফেনীতেও মাথা ছাড়া উঠেছে বলে প্রশাসন জানায়।
পুলিশ সুপার জাকির হাসান বলেন, রাসেল এলাকায় আসার খবর শুনে, অভিযান চালিয়ে তাকে সওদাগর হাট থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।