ফেনী :
বিএনপি-জামায়াতের দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে ফেনীর ইসলামপুর রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে অবরোধ চলাকালে ফেনী শহরের ইসলামপুর রোড এলাকায় বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর একটি ঝটিকা মিছিলে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে একটি মিছিল থেকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৬টা থেকে। তিনদিনের এ অবরোধ কর্মসূচি চলবে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।
এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।
ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করে বিএনপি।
ককটেল বিষ্ফোরনের ব্যাপারে ফেনী থানা পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।