মোহাম্মদ ইকবাল হোসাঈন :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী- ৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনে মহাজোট প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আমি যদি নির্বাচনে জয় লাভ করতে পারি শুধু মহাজোটের তিন জন পুরো ফেনী জেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।
তিনি আরো বলেন, ফেনী জেলার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের পূর্বসময়ে ফেনীর মানুষ উন্নয়ন দেখেনি। আওয়ামীলীগ সরকার সময়ে যদিও সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু ফেনী- ৩ আসনের মানুষ অবহেলিত ছিলো। উন্নয়নের সুফল তারা ভোগ করতে পারেনি। আর তাই আমি যদি নির্বাচনে জয় লাভ করি তাহলে অবহেলিত সোনাগাজী -দাগনভূঞাবাসীর দুঃখ লাগব সহ গোটা ফেনী জেলায় সার্বিক উন্নয়নে কাজ করবো।
২৮ নভেম্বর, বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর কাছে মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওইসময় ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী শিরীন আখতার, ফেনী-২ অাসনের মহাজোট প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনের মহাজোট প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, কাউন্সিলর নুর নবী প্রমুখ।