ফেণী প্রতিনিধি :
এবার সাঈদ হোসেন চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন। সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ফেনীর এ আসন থেকে তিনি ধানের শীষের প্রার্থী হয়ে লড়তে চান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
সাঈদ হোসেন চৌধুরীর বিএনপি থেকে মনোনয় চাওয়ার খবরে ফেনী জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা ছাড়াও অন্যান্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে।
জানা যায়, ধারনা করা হচ্ছে, বিএনপি থেকে যদি তিনি মনোনয়ন পান তাহলে ফেনীর এর আসনটিতে তিনি লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন জাতীয় পার্টিতে সদ্য যোগ দেওয়া মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে।
উল্লেখ্য, ইতিমধ্যে সাঈদ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে দলের ফরম পূরণ করে বিএনপিতে যোগ দান করেন। ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করেন তিনি।