নিজের মনোনয়নের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ

ফেনী প্রতিনিধি :

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁইয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের আপ্যায়ন বিষয়ক সম্পাদক, ছাত্রনেতা খালেদ মাহমুদ মাসুদ। শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের কেন্দ্রিয় দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি।

মঙ্গলবার বিকেলে দলের মনোনয়ন বোর্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে সাক্ষাতে অংশ নিয়ে  দলীয় মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে অাশাবাদী খালেদ মাহমুদ মাসুদ। তিনি বলেন, গত ১০ বছরে সরকার পতনের আন্দোলনে রাজপথে সক্রিয় ভুমিকা, জেল, জুূলুম ও নির্যাতনের চিত্র তুলে ধরে তৃনমুলে সাংগঠনিক কর্মকান্ড এবং জনপ্রিয়তার বিষয়ে নেতৃবৃন্দকে অবহিত করেছেন।

তিনি সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ.ক.ম ইসহাক মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *