ফেনী প্রতিনিধি :
গত সোমবার সকাল ৯টা থেকে ফেনী লালপোল মারকাযুল হুদা মহিলা মাদ্রাসায় মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ,মারকাযুল হুদার পরিচালক মুফতি আলাউদ্দীন নুরীর সভাপতিত্বে মাসিক ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো।
ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন,ইসলামী হোমিওরিসার্চ সেন্টারের পরিচালক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা,ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। এই সময় আরো উপস্থিত ছিলেন, মারকাযের সিনিয়র শিক্ষক মুফতি আব্দুল আহাদ, মুফতি আব্দুল হালিম প্রমুখ।
উলেখ্য, ডাঃমুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ , প্রতি মাসে বিভিন্ন জায়গায় মাওলানা শাহাদাত শাফিয়া হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা দিয়ে থাকেন।