ফেনী প্রতিনিধি :
লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। দুপুরে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে ফুল বরন করেছেন মহাসচিব এবিএম রুহুল আমিন তালুকদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেনারেল মাসুদ চৌধুরী বলেন, ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনের জনগনের সেবা ও সম্ভাবনাময় সোনাগাজী – দাগনভুঞার উন্নয়নের লক্ষে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং মহাজোট থেকে মনোনয়ন নিয়েছেন।
তিনি আরও বলেন, জনগন চাইলে অবশ্যই কাঙ্খীত প্রত্যাশা পূরণ হবে। এবং ভবিষ্যতে সোনাগাজী -দাগনভুঞার জনগনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।।