নয়াপল্টনে অগ্নিসন্ত্রাস : সোনাগাজীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি : 

অগ্নি- সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়ার দাবীতে বৃহষ্পতিবার সকালে সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সরকারি কলেজ ছাত্রলীগ।
সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল হক, সাবেক সাধারন সম্পাদক ইফতেখার হোসেন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ ইলিয়াছ, ফরহাদ হোসেন  প্রমুখ।

বক্তারা বলেন, নির্বাচন বানচাল করতে বিনা উস্কানিতে বুধবার দুপুরে নয়াপল্টনে পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ী সহ ১০ টি গাড়ীতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর করছে যুবদল এবং ছাত্রদল ক্যাডাররা। ওইসব হামলায় সোনাগাজীর পলাতক যুবদল ও ছাত্রদল নেতাদেরকেও দেখা গেছে । অবাধ ও সুৃষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান ছাত্রলীগ  নেতৃবৃন্দ।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *