দাগনভূঞা প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় দাগনভূঞা বাজারের আতার্তুক স্কুল মার্কেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন আহমেদ প্রমুখ।