ফেনী প্রতিনিধিঃ
অাজ ১৮ অাগষ্ট মঙ্গলবার বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদের ফেনী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের রিলেশন কনভেনশন সেন্টারে বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম পাটোয়ারী, অাফতাব বিবি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ইয়াকুব ফারুকী,সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অাব্দুল হান্নান, অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী অাদনান হাবিব।
অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সিরাজুল ইসলাম, সেক্রেটারি নির্বাচিত হন ফেনী অালিয়া মাদ্রাসার অফিস সহকারী অানোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আমির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা অফিস সহকারীদের ন্যায্য দাবি সমুহ মেনে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।