রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় আইডিয়াল স্কুল এর পরিচালনা পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ইং আজ শনিবার সকাল ১১ টায় স্কুল আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন মুন্সীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কমল কান্তি মজুমদার, প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় পৌরসভার প্যানেল মেয়র -১ ও স্থানীয় কাউন্সিলর আহসান উল্লাহ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার, রামগড় পৌরসভার প্যানেল মেয়র -৩ ও স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া।
এছাড়া আর বক্তব্য রাখেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজ আহাম্মদ অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বাহারউদ্দিন, পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুল জলিল এবং ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর ছাত্রী মাইসা ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানের লক্ষণীয় বিষয় ছিল অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতি, সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিরা পুরুষ্কার বিতরনী করেন। বাংলারদর্পন।