সোনাগাজী প্রতিনিধি > আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশন সোনাগাজী শাখার অায়োজনে শুক্রবার বিকেলে সোনাগাজী প্রেসক্লাবে আলোচনা সভা, গাউছিয়া মিলাদ শরীফ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তরিকত গবেষক, লেখক ও কলামিস্ট মো. শফিউল অাজম ভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ।
ব্যাবসায়ী জাহাঙ্গীর অালম মাইজভান্ডারীর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল অালম, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, ইউপি সচিব আবদুল হালিম, বিএমএসএফ সোনাগাজী শাখার সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি গাজী মো. হানিফ, সহ সভাপতি কবি মহি উদ্দিন খোকন, মুনস্টার ক্লাবের যুগ্ন সম্পাদক মাসুদ আলম জীবন, স্বাস্থকথা প্রতিনিধি বাহার উল্লাহ বাহার, আজকালের খবর প্রতিনিধি ছালাহ উদ্দিন, পৌর কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোবারক হোসেন মোজাদ্দেদী আল মাইজভান্ডারি ।