ইকবাল হোসাইন > সোনাগাজী প্রেসক্লাবের অায়োজনে শুক্রবার বিকেলে ‘সারাদেশে অব্যহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল অালম, উপজেলা অা’লীগ নেতা ডাঃ সারোয়ার হোসেন, মাস্টার নুরুল করিম সাইফুল, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, ইউপি সচিব আবদুল হালিম, বিএমএসএফ সোনাগাজী শাখার সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরাম সভাপতি গাজী মো. হানিফ, সহ সভাপতি কবি মহি উদ্দিন খোকন, মুনস্টার ক্লাবের যুগ্ন সম্পাদক মাসুদ আলম জীবন, মানবাধিকার নেতা শফিউল আজম ভান্ডারী , স্বাস্থকথা প্রতিনিধি বাহার উল্লাহ বাহার, আজকালের খবর প্রতিনিধি ছালাহ উদ্দিন, পৌর কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, সংবাদ পত্রের স্বাধীনতা হরনের চেষ্টা চলছে। রাষ্ট্রযন্ত্র ব্যাবহার করে সাংবাদিকদের কন্ঠ রোধ করা হচ্ছে। প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। দোষীদের বিচার না হওয়ায় সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে।৫৭, ৩২ধারা সহ সকল কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান বক্তারা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোবারক হোসেন মোজাদ্দেদী।
#বাংলারদর্পন।