হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে ডুবে জলি রাণী দাস (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলা সুখচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরআমান উল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুখচর ইউনিয়নের চরআমান উল্যা গ্রামের বিশ্বরুপ দাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমার জোয়ারের পানিতে সুখচরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ঘটনার দিন রাতে ঘরের মধ্যে পানি উঠে যাওয়ায় নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে জলি পানিতে পড়ে যায়।

তবে সে খিঁচুনি রোগে আক্রান্ত থাকায়, পানি থেকে সে আর উঠতে পারেনি। পরে অনেক খোঁজাখুজির পর শুক্রবার সকালে বাড়ির পাশে পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়ায় যায়।
সুখচর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্মীয় নিয়ম অনুযায়ী মরদেহ সৎকার করা হয়েছে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ করা হয় নি। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ অবগত নয়।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *