ফেনী :
ফেনীর ফুলগাজীতে দশ লাখ টাকা মুল্যের ৮ হাজার একশ কেজি ভারতীয় চোরাই চিনিসহ একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) উপজেলার সীমান্তবর্তী আনন্দপুর ইউনিয়ন পরিষদের পাশের হাসানপুর এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে এসব চিনি জব্দ করা হয়।
এ সময় মামুন মজুমদার(৩০) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে আরো দু’জন পালিয়ে যায়।
পুলিশ জানায়, বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করা এসব চিনি ভবনটিতে মজুদ করা হয়েছিল। স্থানীয়রা বলছেন, এই ঘরে স্থানীয় এক জনপ্রতিনির মাছের খাবার মজুদ রাখা হত। এখানে যে অবৈধ চিনির ব্যবসা চলতো, তা তারা জানতেন না।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে পুলিশ এ চোরাই পণ্য জব্দ করে।
আটককৃত চোরাই চিনির বাজার প্রায় ১০ লাখ টাকা।