জুলফিকার অালী মাসুদ:
প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে ‘নবযাত্রা’ এবং ‘জয়যাত্রা’ নামে দুটি অত্যাধুনিক সাবমেরিন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চট্টগ্রামের নেভাল একাডেমির জেটিতে উপস্থিত থেকে এই সাবমেরিন দুটির উদ্বোধন করবেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বারাত দিয়ে এই তথ্য জানিয়েছে বাসস।
এই উপলক্ষে চট্টগ্রাম নেভাল একাডেমির জেটিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চীন থেকে কেনা ০৩৫ জি ক্লাসের কনভেনশনাল সাবমেরিন দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার। সাবমেরিনসমূহ টর্পেডো ও মাইন দ্বারা সু-সজ্জিত। যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনে আক্রমণ করতে সক্ষম।
‘নবযাত্রা’ এবং ‘জয়যাত্রা’ নামে বাংলাদেশের প্রথম সাবমেরিনগুলো গত ২২ ডিসেম্বর চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এর আগে গত ১৪ নভেম্বর এই সাবমেরিনগুলো বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। চীনের লিওনিং প্রদেশের দালিয়ান সিটি শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদের কাছে চীন সরকারের পক্ষে সাবমেরিনগুলো হস্তান্তর করেন রিয়ার এডমিরাল লিউ জিঝু।
সাবমেরিন হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ বলেন, ‘দু’টি সাবমেরিন সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসাবে যাত্রা শুরু করলো।’