সাংবাদিকতা পড়ারও বিষয়

 

বাংলার দর্পন ডটকম :

সাংবাদিকতা পেশা আজ অন্য দশটা পেশার চেয়ে বেশি সম্মানজনক। তাই এ পেশায় ক্যারিয়ার গড়তে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে কোনো পেশাতেই ভালো ক্যারিয়ার গড়তে হলে প্রয়োজন প্রাতিষ্ঠানিক [ব্যবহারিক ও তাত্ত্বিক] শিক্ষা। অন্যদিকে দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে টিভি ও দৈনিক পত্রিকার সংখ্যা। সেই সঙ্গে হালনাগাদ খবর জানতে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন গণমাধ্যমও। ফলে এসব গণমাধ্যমে প্রয়োজন হচ্ছে দক্ষ সংবাদকর্মীর। এছাড়া দেশি-বিদেশি উন্নয়ন সংস্থায়ও কাজের সুযোগ রয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের। আর বাংলাদেশে এ সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক পাঠ শুরু হয় ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের সুযোগ। এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়েও খোলা হয়েছে সাংবাদিকতা বিষয়। সাংবাদিকতা পড়ার সুযোগ রয়েছে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ [আইইউবি]-ধানমন্ডি, সাত মসজিদ রোডের ‘স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’- ধানমন্ডি, সাত মসজিদ রোডের ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’ [ইউল্যাব]- ধানমন্ডি, সাত মসজিদ রোডের ‘স্টামফোর্ড ইউনিভার্সিটি’- ধানমন্ডি, শুক্রাবাদের ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’-বনানী, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ’র ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’- ধানমন্ডি, সাত মসজিদ রোডের ‘ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ’ [ইউডা], বেগম রোকেয়া সরণি’র ‘গ্রিন ইউনিভার্সিটি’-চট্টগ্রামের নিকুঞ্জ হাউজিং সোসাইটি, দক্ষিণ খুলশি’র ‘পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তেও। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও ‘সাংবাদিকতা’ বিষয়টি চালু হয়েছে। ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন-ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম-ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ- ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড ম্যাস  কমিউনিকেশন-ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন-ডিপার্টমেন্ট অব ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া-ডিপার্টমেন্ট অব ব্রডকাস্ট অ্যান্ড প্রিন্ট জার্নালিজম…ইত্যাদি বিভিন্ন নামে মূলত ‘সাংবাদিকতা’ বিষয়টিকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। সাংবাদিকতা শুধু করারই নয়, পড়ারও বিষয়। তাই শুধু করার চিন্তা নয়, পড়ে সাংবাদিকতা করারও চিন্তা করুন। ব-কলম মার্কা সাংবাদিক হবেন না। এই দেশে ব-কলম মার্কা পত্রিকার মালিকও রয়েছেন। বিষয়টি এই পেশার জন্যও অত্যন্ত লজ্জার। সাংবাদিকতা শুধু করারই নয়, পড়ারও বিষয়।

সম্পাদনা / সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *