পদত্যাগ করে অারো অধিক জনপ্রিয় হয়েছেন ‘নুরুল অাজিম রনি ‘ | বাংলারদর্পন

চট্টগ্রাম ব্যুরো – শিক্ষাক্ষেত্রে  অনিয়ম, দুৃর্নীতি ও চাঁদাবাজীর প্রতিবাদ করতে গিয়ে বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ছাত্রনেতা নুরুল অাজিম রনি। দলীয় নেতাদের গ্রুপিংয়ের শিকার হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করে অারো অধিক জনপ্রিয় হয়েছেন ‘নুরুল অাজিম রনি।

গত ৪ দিনে দেশের সকল বিভাগীয় শহরসহ চট্রগ্রামে বহু ব্যানারে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ওই সব সমাবেশ থেকে রনির নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অাগামি সম্মেলনে তাকে যোগ্যস্থানে মনোনীত করার দাবী জানানো হয়েছে।

প্রানের ৭১ এর সহ-সভাপতি শিভলী অানোয়ার বলেন, রনি ছাত্রলীগের আইকন। চট্টগ্রাম কলেজ শিবির মুক্ত করনসহ শিক্ষাক্ষেত্রে তার অবদান ছাত্র রাজনীতির জন্য অনুসরনীয়।

ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল অালম বলেন, রনি ছাত্রলীগের ফেরিওয়ালা । অতি দ্রুত সময়ে ছাত্রলীগের তৃনমুল নেতাকর্মীদের মাঝে তার পরিচিতি ফুটে উঠেছে। ষড়যন্ত্র করে বার বার তাকে সরানোর পায়তারা হচ্ছে।

নুরুল অাজিম রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *