সুন্নি মাদ্রাসাগুলো ইসলামের সঠিক মতাদর্শ প্রচার প্রসারে ব্যাপক ভুমিকা রাখছে -আল্লামা তাহের শাহ

 

মো. অালাউদ্দীন :  চট্টগ্রাম জেলার রাউজানস্থ তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে নোয়াপাড়া চৌধুরীহাট পার্শ্বস্থ মাঠে আয়োজিত লাখো মুসলিম জনতার উপস্থিতিতে স্মরণকালের বৃহত্তম সুন্নি সমাবেশে রাসুলে পাক (দ.) এর ৪১ তম বংশধর, রাহনুমায়ে শরীয়ত তরিক্বত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ছাহেব কেবলা (মা.জি.আ.) বলেছেন, দেশের সুন্নি মাদ্রাসা গুলো ইসলামের সঠিক মর্তাদশ প্রচার প্রসারে ব্যাপক ভুমিকা রাখছে। তার ধারাবাহিকতায় এ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এজন্য এ মাদ্রাসার সহযোগীতায় সুন্নি মুসলমানকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের দেহ এবং প্রাণ খুব অল্প সময়ের জন্য একত্রিত আছে। আর এই সংক্ষিপ্ত সময়টিই ইবাদত বন্দেগীর একমাত্র সুযোগ। যা কবরে আর আখেরাতে আর ফিরে পাওয়া যাবেনা। হুজুর কেবলা আরো বলেন, তাওবার মাধ্যমে জীবনের সকল পাপ মোচন হয়ে যায় বটে, কিন্তু জালেম ও অপরের হক্ব ধ্বংসকারী, আত্মসাতকারী কোন পার পাবেনা। তাই তিনি নব তরিকতপন্থীদের নির্দেশ দেন যেন, সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের কাছ থেকে মাফ চেয়ে কিংবা হক্ব পরিশোধ করে এ ধরনের পাপিদের পাপ মোচন করে নতুনভাবে তরিক্বত জীবন শুরু করে দুনিয়া ও আখিরাতেরর পথকে উজ্জ্বল করতে বলেন এবং দেশ সমাজ, মুসলিম মিল্লাতকে অশান্তি ও হানাহানি থেকে মুক্ত করার কাজে আত্মনিয়োগ হতে বলেন।

গত ১৮ ডিসেম্বর সোমবার রাত ৯টায় নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে ও দক্ষিণ রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সহযোগীতায় সুন্নি সমাবশে হুজুর কেবলা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তিনি বলেন, এখানে একটি সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠান হুজুর কিবলার মাধ্যমে উদ্বোধন করা হলো। এটি নিশ্চয় এ এলাকার মানুষের জন্য সৌভাগ্যের বিষয়। আমি ব্যক্তিগতভাবে হুজুরের এ মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগীতা করে যাবো। তিনি এ মাদ্রাসার জন্য মোট ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.), আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও আল্লামা সৈয়্যদ হামেদ শাহ (মা.জি.আ.), আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহ্ম্মাদ মহসিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আলহাজ্ব সিরাজুল হক, সহ সাধারণ সম্পাদক শামুসদ্দিন, সংযুক্ত আরব আমিরাত গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ আইয়ুব, সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলম।

উপজেলা (দক্ষিণ) গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক বাবুল মিয়া মেম্বার ও উপজেলা গাউছিয়া কমিটি সভাপতি আহমেদ সৈয়দ।

এতে প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। এতে তকরীর করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, ঢাকা কাদেরীয়া তৈয়বীয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আল আযহারী, তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ শওকত হোসেন রেজবী।

 

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী, রাঙ্গুনীয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, আলহাজ সালামত আলী, আ.লীগ নেতা জাফর আহমদ, জাহাঙ্গীর সিকদার, অধ্যক্ষ আবু মোস্তাক আল-কাদেরী, আলহাজ্ব আবু বক্কর সওদাগর, জসিম উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, আলহাজ্ব হাবিবুল ইসলাম চৌধুরী, আজিজুল হক, মাওলানা অলিয়র রহমান, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, ওয়াহিদুল আলম সুজন, জাহেদুল হক, শফিউল আজম কোম্পানী, হাফেজ সালাহ উদ্দিন, আব্দুল করিম, মেহাম্মদ ইউনুছ, আজিজ উদ্দিন, হাফেজ সালাহ উদ্দিন, মোরশেদ আলম, আব্দুল আল মামুন, আমান উল্লাহ আমান, নুরুল হাকিম নিয়াজ, নওশাদ হোসেন, তসলিম উদ্দিন, আলমগীর হোসেন, আলী হায়দার শাহ, ফিরোজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *