সোনাগাজীতে মহিলা অা’লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুৃষ্ঠিত – বাংলারদর্পন

মো. ইকবাল হোসাইন : ফেনীর সোনাগাজীতে মহিলা অাওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুৃষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা  অা’লীগের কার্যালয়ে অনুৃষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জেড. এম.  কামরুল অানাম।

উপজেলা মহিলালীগের সভাপতি- জোবেদা নাহার মিলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- খোদেজা খানম শাহীন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলালীগের সহ সভাপতি- বদরের নেছা সেলিনা আক্তার, জাহানারা বেগম, প্রতিবন্ধী লীগের সভাপতি- মাষ্টার মোসলেহ উদ্দিন বাহাদুর। 

১নং ইউনিয়ন সভাপতি- ছেমনা খাতুন, ২নং ইউনিয়ন সভাপতি- ফেরদৌসী বেগম,৩নং ইউনিয়ন সভাপতি- বিবি মরিয়ম, ৫নং ইউনিয়ন সভাপতি- ওহিদেন্নেসা শানু, ৬নং ইউনিয়ন সভাপতি- আফছানা বেগম, সাধারন সম্পাদক- কমলা বেগম, ৮নং ইউনিয়ন সভাপতি- রাহেলা আক্তার শেফালী, ৯নং ইউনিয়ন সভাপতি- নাজনীন আক্তার সহ সোনাগাজী উপজেলা ও সকল ইউনিয়ন  মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইউনিয়ন পর্যায়ে মহিলা আওয়ামীলীগের কমিটি গুলোকে আরও কার্যকর করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি  ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *