ফেনীতে চার তারকা মানের হোটেল ‘গোল্ডেন প্যালেস’ উদ্বোধন (ভিডিও’সহ)

ফেনী :
ফেনীতে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো চার তারকা মানের ‘গোল্ডেন প্যালেস হোটেল, রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হল।

 

১০নভেম্বর, সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খাঁন সেলিম পাঠান।

 

পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদ’র সঞ্চলনায় বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্ছু, একরামুল হক ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক হরুন উর রশিদ , উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপু , নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম শাওন, পরিচালক ( ফিন্যান্স) খাইরুল হাসান ফয়সাল, পরিচালক আলতাফ হোসেন প্রমূখ।

 

এসময় হোটেলের শেয়ার হোল্ডার, পরিচালকবৃন্দ এবং ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।

হোটেল কর্তৃপক্ষ জানান, ফোর স্টার মানের এই হোটেলটিতে ৩৩টি শিতাতপ নিয়ন্ত্রিত অধ্যাধুনিক আবাসিক কক্ষ, সুবিশাল কনভেনশন হল, রেষ্টুরেন্ট, ক্যাপে প্রশস্ত লবি রয়েছে।

 

উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টের বুফেতে মাত্র ৭৯৯ টাকায় পরিবেশন করা হচ্ছে ৮০ পদের বাহরী আইটেম। এছাড়া অন্যান্য খাবারে ২০ তারিখ পর্যন্ত ২০ শতাংশ ছাড় ও আবাসিকে ৩০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

ভিডিওতে দেখুন >>> https://www.facebook.com/share/r/1aKwXLJ4KV/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *