উৎপল মায়ের কাছে ফিরেছে

 

বাংলারদর্পন :

নিখোঁজের প্রায় আড়াই মাস পর মায়ের কাছে ফিরেছে অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস। উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।

পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সম্পাদক পীর হাবিব বলেন, বুক থেকে পাথর নেমে গেছে। উৎপল নারায়ণগঞ্জে আছে। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে। উৎপল দাসের মার সাথেও কথা হয়েছে।পরশু অফিসে যোগ দিবে। সে উৎফুল্ল ।বলেছে তার শরীর ভালো আছে।

গত ১০ অক্টোবর থেকে উৎপলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে। উৎপলের সহকর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তার সন্ধানের দাবিতে টানা আন্দোলন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *