বিয়ে ও বাসরের ছবি ২৫লাখ ডলার বিক্রি করলেন প্রিয়াঙ্কা !

নিউজ ডেস্কঃ

বিয়ের আগেই নিজের বিয়ে ও বাসরের ছবি বিক্রি করে হইচই ফেলে দিয়েছেন হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া! ভাবছেন বিয়েই তো হলো না বিয়ে বা বাসরের ছবি কিভাবে? না বিয়ে হয়নি। তোলাও হয়নি বিয়ে বা বাসরের ছবি। তবে স্বত্ব বিক্রি করেছেন ‘দেশিগার্ল’ খ্যাত এই অভিনেত্রী। দামও কম নয়, ২৫ লাখ ডলারের বিনিময়ে এই স্বত্ব বিক্রি করেছেন তিনি।

আগামী ২ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসবেন মার্কিন তারকা নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া। বছরের অন্যতম আলোচিত এই বিয়ের ধুমধামে মেতে উঠবে ভারতের রাজস্থানে অবস্থিত উমেদভবন প্যালেস।

আজ বুধবার আবার বিয়ের সানাই বাজছে বলিউডের অন্যতম দুই সুপারস্টার দিপীকা পাডুকোন ও রণবীর সিংয়ের। কিন্তু তার আগেই খবরের শিরোনাম কেড়ে নিলেন ‘দোস্তানা’ ছবির এই অভিনেত্রী।

আন্তর্জাতিক বিনোদন ভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘কসমোপলিটন’ জানিয়েছে, ২৫ লাখ ডলারের বিনিময়ে নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়া তাদের বিয়ে ও বাসরের ছবির স্বত্ব বিক্রি করেছেন। তবে ক্রেতার পরিচয় এখন পর্যন্ত মেলেনি। ধারণা করা হচ্ছে, ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনে ছাপা হতে পারে তাদের বিয়ে ও বাসরের ছবি। যদিও নিক এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। প্রিয়াঙ্কাও তেমন কোনো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে গেছেন।

মহা ধুমধামে বিয়ে করতে চলেছেন প্রিয়াঙ্কা আর নিক। তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা দেড় থেকে দুই হাজার।

এই তালিকায় আছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, ফারহান আখতারসহ বলিউডের রথী-মহারথীরা। ইতোমধ্যে বিয়ের অনুষ্ঠানের জন্য রাজস্থানের উমেদভবন প্যালেস তিন দিনের জন্য বুক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *