মোঃ ইমাম উদ্দিন (সুমন), নােয়াখালী প্রতিনিধি:
“ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লােগানকে সামনে রেখে নােয়াখালী সুবর্ণচর উপজেলায় অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭। বৃহস্পতিবার বেলা ১২ টায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়ােজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ফরহাদ হোসেন চৌধুরী বাহারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাসিম ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মােঃ আনায়ার হােসেন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মােঃ রেজাউল করিম, সহকারি শিক্ষা অফিসার আজিজুর রহমান, অন্যান্যদর মধ্য বক্তব্য রাখেন- দক্ষিণ চরজবর মডল সরকারি প্রাথমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।