মোঃ ইমাম উদ্দিন (সুমন), নােয়াখালী প্রতিনিধি:
নানা আয়ােজনে সুবর্ণচর পালিত হল ভোরের কাগজ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকাল ১০ টায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে একটি র্যালী বের হয়। র্যালীটি কলেজের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এত উপস্থিত ছিলেন ভােরের কাগজ পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, সৈকত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মােনায়েম খান, মিলনিয়াম টিভি, সময়ের কণ্ঠস্বর, নােয়াখালী প্রতিদিনের জেলা প্রতিনিধি মােঃ ইমাম উদ্দিন (সুমন), যায় যায় দিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আব্দুল বারি বাবলু, মুক্ত খবর টুয়েন্টি ফোর ডট কম এর সুবর্ণচর প্রতিনিধি আবুল বাশার, জনজমিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি ছানা উল্যাহ, সাংবাদিক ঠাকুর চন্দ্র দাস সহ কলেজের অন্যান্য প্রভাষকবৃন্দ ও শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে এক আলােচনা সভার আয়ােজন করা হয়। ভােরের কাগজ পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি লিটন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ সােহরায়ার্দী, উপজেলা যুবলীগের যুগ্ম আহায়ক কামরল ইসলাম টুটুল, ওমর ফারুক বিপ্লব এতে বক্তব্য রাখেন সুবর্ণচর শিক্ষক প্রতিনিধি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি উপজেলার বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।