হাজারো সুবর্ণচর বাসীর প্রানের মূর্ছনায় পালিত হল সুবর্ণচর উপজেলা সমিতির  প্রতিষ্ঠা বার্ষিকী

 

 

 

মাে. ইমাম উদ্দিন (সুমন), নােয়াখালী প্রতিনিধিঃ : ‘‘সুবর্ণচর উপজেলা সমিতি’’, চট্টগ্রাম তাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলা, ঐতিহ্যবাহী মেজবান, স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম বদর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত হয়। শুক্রবার  সমিতির সভাপতি আবু জাফর মাে: ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ ছালেহ উদ্দিনের পরিচালনায় এবং সুবাসের রহমান হিমেল’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চধুরী সলিম চয়ারম্যান, সুবর্ণচর উপজলা পরিষদ, নোয়াখালী, আরা বক্তব্য রাখন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী, শিক্ষাবিদ ড.মােহাম্মদ কামাল উদ্দিন, সাবেক সিপিও নোয়াখালী জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মহিবুল্লাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট শাহিন সিরাজ, সামাজিক গবেষক ড. মোহাম্মদ আকবর হােসেন, চট্টগ্রাম কােতয়ালী থানার ওসি তদন্ত নূর আহম্মদ, সিনি. সহ-সভাপতি মা: অহিদের রহমান নয়ন, সহ-সভাপতি  মােহাম্মদ ফিরোজ মাহমুদ, সহ-সভাপতি নাজিম উদ্দিন ফারুক, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক রুহুল মতিন, সাইফুল ইসলাম সুমন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  ৫নং চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হানিফ চৌধুরী, ২নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান মোজম্মল হােসেন মােজাম, ৩নং ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার ডিপটি, মােহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজিম মান্নান গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা মনির উদ্দিন, সােহরাব হােসেন , ৫নং চর জুবিলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ফরহাদ হোসেন চৌধুরী বাহার , যুবলীগ নেতা বিপ্লব, কামরুল হাসান টুটুল, সাংবাদিক লিটন চন্দ্র দাস, মোঃ ইমাম উদ্দিন সুমন, আলাউদ্দিন খােকন, ইউনাইটেড ওয়াশিং লিমিটড এর ব্যবস্থাপক রকি উদ্দিন রিপন, আব্দুল্লাহ ফারুক, মােঃ ইব্রাহিম, হারুণের রশিদ, রহুল আমিন, রাজু চৌধুরী, আনােয়ার হোসেন, শহীদ জয়নাল আবদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, সহকারী শিক্ষক বেলাল হােসেন, আক্তার হােসেন, মােঃ সেলিম, দেলোয়ার হােসেন, মাে কামাল উদ্দিন, মোঃ নিজাম, সাইফুর রহমান, আলাউদ্দিন,  রফিকুল ইসলাম,  আব্দুল গনি প্রমুখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানবৃন্দ বিভিন্ন পর্ব সাজানা অনুষ্ঠানটি ছিল উপভোগ্য। পরিচিতি সভা, স্মরণিকা বিতরণ, মধ্যা‎হ্ন ভোজন, অতিথিদের আলোচনা ও সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম, সালমা সুলতানা চৌধুরী সহ দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা . হাজারো সুবর্ণচর বাসীর প্রানের মূর্ছনায় অনুষ্ঠান মঞ্চটি একখন্ড সুবর্ণচর পরিনত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *