নওগাঁ প্রতিনিধি: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক লালগোলাপ প্রত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি ও রাণীনগর প্রেস ক্লাবের সদস্য প্রায়াত সাংবাদিক মীর হোসেন তপন’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাণীনগর প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে একই সাথে প্রায়াত আরোও দুই জন সাংবাদিক খাজা মূসা ও রাজিব হোসেনেরও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বুধবার দুপুরে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মৃতি চারণমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আসাদুজ্জামান পিন্টু, সহ-সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে বাদ যোহর স্থানীয় রেলওয়ে ষ্টেশন জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মীর হোসেন তপন’র মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রাণীনগর প্রেস ক্লাবে দোয়া মাহফিল