বাংলার দর্পন ডটকম : তথ্য প্রযুক্তি অাইনের কালো ধারা ৫৭ ও ৩২ বাতিল এবং সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ফেনী জেলা শাখার উদ্যোগে মানববন্দন ও সমাবেশ অনুৃষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুৃষ্ঠিত মানববন্ধনে জসিম মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ আলম ভুঞা।
সাধারন সম্পাদক সিদ্দিক অাল মামুনের সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন, সহ সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, জাহাঙ্গীর কবির লিটন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও বিএমএসএফ ফেনী জেলা যুগ্ন সম্পাদক সৈয়দ মনির অাহমদ, প্রচার সম্পাদক নুরুজ্জামান সুমন, পরশুরাম উপজেলা সভাপতি এম এ হাসান, ফুলগাজী উপজেলা সাধারন সম্পাদক কবির অাহমদ নাছির, সদর উপজেলা সহ সভাপতি সালাউদ্দিন নোমান, দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি অাবু তাহের পন্ডিত, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি ডা: গাজী হানিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দুৃর্নীতিবাজদের সুরক্ষার জন্য গনমাধ্যমের কন্ঠরোধের চেষ্টা করছে, এর দ্বারা সরকার ও দেশের জনগন ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা অারো বলেন, কালো আইনে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় কঠোর অান্দোলনে যাবে মফস্বল সাংবাদিক ফোরাম।