কালিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাদপুর ফুটবল মাঠে শনিবার বিকালে লাখ টাকার ৪দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উত্তর শ্রীপুর একাদশকে ৪-২ গোলে পরাজিত করেছে কদমতলা পিডিকে মিতালী সংঘ।

খেলার প্রথমার্ধে ১২ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় চুকা প্রথম গোল করে দলকে এগিয়ে দেয়। খেলার ১৫ মিনিটের সময় কদমতলা পিডিকে মিতালী সংঘের নাইজেরিয়ান খেলোয়াড় জরি গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। এরপর ১৫ মিনিটের সময় আবারও জরি আরেকটি গোল করে পিডিকে মিতালী সংঘ কে ২-১ গোলে এগিয়ে নেয়। খেলার ২৮ মিনিটের সময় পিডিকে মিতালী সংঘের মুকুল আরো ১টি গোল করে পিডিকে মিতালী সংঘ কে ৩-১ গোলে এগিয়ে নেয়। খেলার দ্বিতীয়ার্ধর ১০ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের কার্তিক আরো একটি গোল করে উত্তর শ্রীপুর ফুটবল একাদশের ২ গোল পরিশোধ করে। ২য় আর্ধর ২০ মিনিটের সময় উত্তর শ্রীপুর ফুটবল একাদশের ১টি ফাউল কে কেন্দ্র করে রেফারীর ভুল সিদ্ধান্ত খেলা চালিয়ে যাওয়ার ২ মিনিট পর অর্থাৎ ২২ মিনিট আবারো  পিডিকে সংঘের নাইজেরিয়ান খেলোয়াড় জরি আরও একটি গোল করে দল কে ৪-২ গোলে এগিয়ে নেওয়া সহ উক্ত টুর্নামেন্টে তার প্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জণ করে। ঐ সময় ২ দলের গোলোযোগে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ খেলতে অস্বীকৃতি জানালে খেলার ৬৭ মিনিটের সময় কদমতলা পিডিকে মিতালী সংঘকে ৪-২ গোলে বিজয়ী ঘা

ঘোষনা করা হয়। খেলা পরিচালনা করেন রেফারী মাষ্টার ইকবাল আলম বাবলু।

আগামী ২৭ নভেম্বর মঙ্গলবার একই মাঠে শ্যামনগর থানার ঈশ্বরীপুর মহা মডান স্পোটিং ক্লাব বনাম যশোর নওয়াপাড়া স্পোটিং ক্লাবের মধ্যে বিকাল ৩টায় খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *