মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১লা জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার টাকার ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় সকল সীমান্ত এলাকায় বিজিবির স্পেশাল টহল দল চোরাচালনা অভিযান চালিয়ে ১ কোটি ৩ লক্ষ ৭৩ হাজার টাকার মালামাল আটক করেন। এর মধ্যে ভারতীয় গরু, ভারতীয় মশল্লা, ফেন্সিডিল, মোটাতাজাকরণ ট্যাবলেট, ভারতীয় মদ, প্যাথেড্রিন ইনঞ্জেকশন, কাপড়, সাইকেলের পার্টস, কসমেটিকস্ ইত্যাদি। এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে নিয়মিত টহল দল বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে ভারতীয় মালামাল আটক করেন। সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, বন্ধ কল্পে সীমান্তে সকল বিজিবির সদস্যদেরকে সজাগ রাখা হয়েছে। যাতে সীমান্তে কোন রকম চোরাচালান বা অবৈধ কোন কার্যক্রম না চলে। আগের তুলনায় বর্তমান সীমান্ত এলাকায় চোরচালান শূন্যের কোটায় এসেছে।