কোম্পানীগঞ্জে অস্ত্র ও গুলিসহ জলদস্যু গ্রেফতার | বাংলারদর্পন 

প্রশান্ত সুভাষ চন্দ :

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবালুয়াতে(উড়ির চর) অস্ত্র ও গুলিসহ হোসেন মাঝি (৫০) নামে এক জলদস্যু গ্রেফতার হয়েছে।

 

আজ সকাল ১০টার সময় স্থানীয় জনতা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার উড়ির চর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিয়ার বাজার কমিউনিটি সেন্টার থেকে ২টি এলজি ও ৪টি কার্তুজসহ হোসেন মাঝিকে আটক করে চরবালুয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক(এএসআই) গিয়াস উদ্দীন ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে আসেন।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা থেকে হোসেন মাঝিকে আনার জন্য ফোর্স পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *