ফেনীতে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | বাংলারদর্পন

মো. ইকবাল হোসাইন >>

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফেনী জেলা কমিটির আয়োজনে রবিবার সকালে ফেনীর ক্রাউন ওয়েষ্ট রেষ্টুরেন্টে অালোচনা সভা  অনুৃষ্ঠিত  হয়েছে।

ফেনী জেলা কমিটির সভাপতি জসিম মাহমুদ  এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ,  বিএমএসএফ’র উপদেষ্টা এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত,  মোঃ শাহ অালম ভুঞা, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, রফিকুল ইসলাম, সাপ্তাহিক নির্ভীক সস্পাদক জাপর সেলিম।

আরও বক্তব্য রাখেন, এডভোকেট বুলবুল অাহমেদ সোহাগ, এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, কবি ইকবাল চৌধুরি, আওয়ামীলীগ নেতা মনজুর অালম কচি,  শ্রমীকনেতা মোঃ আলী, জেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শওকত ইকরাম বিপ্লব হাজারি,   জেলা কমিটির সহ সভাপতি ও ফুলগাজী সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ কাপি দিদার,   মাসিক আচল সম্পাদক সাহিদা সাম্য লিনা,  সদর উপজেলা সহ-সভাপতি কাজী নোমান, যুগ্ন সম্পাদক এমদাদ খান, দাগনভুঞা অাহবায়ক আলমগির ননী , সহ সভাপতি কাজী নোমান, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি,   সোনাগাজী উপজেলা সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, কোষাধ্যক্ষ ছালাহ উদ্দিন , সোনাগাজী সাহিত্য ফোরাম সভাপতি গাজী হানিফ   প্রমুখ  ।

 

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। অালোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *