ফ্রান্সে বিশ্বনবী (সাঃ) নিয়ে ব্যাঙ্গ করায় সুবর্ণচরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমনঃ
বির্তকিত রম্য ম্যাগাজিন শার্লি এবদো’র মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ থেকে।

এ ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা দেন, মুসলিমদের তীব্র আপত্তি সত্ত্বেও তার দেশ মহানবী (স)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না। পরে দেশটির দু’টি সরকারি ভবনে প্রজেক্টরের মাধ্যমে বড় করে সেই বিতর্কিত ছবি দেখানো হয়।

এরপরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে। প্রিয়নবীকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। দেশে দেশ ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক।

তারাই ধারাবাহিকতায় ( ৪ নভেম্বর) বুধবার সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের হাজি লাল মিয়া জামে সমজিদ প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।

বাদ আসর ইসলাম প্রিয়য় তাওহীদি জনতা ব্যানেরা এলাকার ধর্মপ্রাণ মুসলমান একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাহার উদ্দিন খেলন রোড়ে প্রদক্ষিণ শেষে সমজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে মসজিদ প্রঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা (পশ্চিম শাখা) এর সভাপতি হাফেজ হযরত মাওলানা খালেদ সাইফুল্যাহ, হাজি লাল মিয়া জামে মসজিদের খদিব আজিম উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সুবর্ণচর শাখার সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন, হাজি নুরুল হুদা নূরানী তা’লিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হুদা, , সমাজ সেবক মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদীয়া নুরানী তা’লিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন প্রমূখ।

বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কট, বিশ্বনবনীকে নিয়ে যারা ব্যাঙ্গত্বক কার্টুন প্রকাশ করেছে জড়িদের সবাইকে গ্রেফতার করে ফাঁসি দেয়াসহ নানা দাবী তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *