সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪শিক্ষকের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বিদ্যালয়ের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ আবদুল হালিম মামুন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হুমায়ুন কবির সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দিন, ওয়ান্নেস ইংলিশ স্কুলের প্রিন্সিপাল নিজাম উদ্দিন।
অালোচনা শেষে বিদায়ী শিক্ষকদের হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।